
বাংলা সিনেমা জগতে বিতর্কিত নায়িকাদের মধ্যে ‘শ্রাবন্তী চ্যাটার্জী’ অন্যতম। তাঁর অভিনয় ক্ষমতা অসাধারণ হলেও ব্যক্তিগত জীবনের জন্য বারংবার বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। পরপর তিনবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও কোন সম্পর্কই শেষ পর্যন্ত টেকেনি। ফলে নেটিজেনেরা বারবার তাঁকে বাক্যবাণে বিদ্ধ করেছেন। মাত্র ১৬ বছর বয়সে ‘রাজিব কুমার বিশ্বাস’কে বিবাহ করেন। তাঁদের একটি পুত্র সন্তানও জন্মগ্রহণ করে। তবে পরবর্তীতে এই সম্পর্কের অবনতি হওয়ায় বিবাহ বিচ্ছেদ হয়। এরপর
মডেল ‘কৃষাণ বিরাজে’র সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। তবে সেই সম্পর্কও ভেঙ্গে যায়। ২০১৯ সালে তিনি বিয়ে করেন ‘রোশন সিং’কে। সেই বিবাহবন্ধনে আবদ্ধ থাকাকালীন ‘অভিরূপ নাগ চৌধুরী’র সঙ্গে সম্পর্কে জড়ান। এখনো পর্যন্ত ‘রোশন সিং’-এর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।তবে এর মাঝখানে গুঞ্জন উঠেছে সম্ভবত অভিরুপের
সঙ্গেও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সম্পর্ক আগের মত সুন্দর নেই। তবে সেই গুঞ্জনকে নস্যাৎ করে শ্রাবন্তী লেখেন, ”আমরা একই আবাসনে থাকি। এখনও ভালো বন্ধু আমরা। কোনও বিচ্ছেদ হয়নি। অভিরূপের সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখনও আমিই।” অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও (Social media) বরাবর আ্যক্টিভ। নিজের ফিটনেস ট্রেনিং
এর সময় বিভিন্ন ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এবার তেমনই ছবিকে কেন্দ্র করে বিভিন্ন খারাপ ইঙ্গিতের শিকার হলে তিনি। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Post) করা একটি ছবির কমেন্ট সেকশনে এসে নেটিজেনেরা অনেকেই কুমন্তব্য করে গিয়েছেন। কেউ লিখেছেন, ‘ওকে শুরু করা যাক মজা তুমিও পাবে আমিও পাবো’, অপর একজন নেটিজেন লিখেছেন, ‘ব্যায়ামের পজিশন অনেক সুন্দর’, কেউ লিখেছেন, ‘বাবুরে পুরাই আগুন’। এই সমস্ত কমেন্ট কে ছাপিয়ে গিয়ে এক জনৈক ব্যক্তি লিখেছেন, ‘অনেক উঁচু পাহাড়’। তবে এইসব কমেন্টের কোনরকম উত্তর দেননি অভিনেত্রী।
Leave a Reply