ফুলসজ্জার রাত বলে কিছু হয় না, শুধুই ক্লান্তি: আলিয়া

নির্মাতা করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’। শোটির জন্য অপেক্ষায় থাকেন দর্শকরা। এবার আসছে শো’টির সপ্তম সিজন। সম্প্রতি শোটির টিজার প্রকাশ পায়।

তার কিছুদিন পর শোর প্রথম পর্বের টিজার মুক্তি পায়।
সেখানে অতিথি হিসেবে রণবীর সিং ও আলিয়া ভাটকে দেখা যায়। ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন মূল পর্বটি দেখার।

টিজারে দেখা যায় আলিয়ার কাছে করণ জানতে চান, বিয়ে সম্পর্কে তিনি কি এমন শুনেছিলেন যা একদমই সত্যি নয়। সেই প্রশ্নের উত্তরে আলিয়া বলেন, ‘বিয়ের পর ফু’লস’জ্জার রা’ত বলে কিছু হয় না, শুধুই ক্লান্তি। ’

আলিয়ার এমন উত্তরে হেসে ওঠেন করণ ও রণবীর। তবে ভক্তরা ভেবেছিলেন আলিয়া তার স্বামী রণবীর কাপুরের সঙ্গে শোতে হাজির হবেন। কিন্তু অভিনেত্রী বন্ধু রণবীর সিংয়ের সঙ্গে আসবেন। তারা দুজন একসঙ্গে সিনেমা করছেন। মূলত সেই সিনেমার জন্যই তারা এক হয়ে করণের অতিথি হলেন।

‘কফি উইথ করণ’র নতুন সিজনের প্রথম পর্ব আজ ৭ জুলাই প্রকাশ পাবে ডিজনি + হটস্টারে। এতে থাকবেন আরও জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*