মেট্রোরেল নিয়ে মমতাজের গান ভাইরাল

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মেট্রোরেল যুগে প্রবেশ করলো বাংলাদেশ। বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই মেট্রোরেল নিয়ে থিম সং গাইলেন তারকা কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা/ শেখ হাসিনার সফলতায় বাংলাদেশে আজ অনন্য উচ্চতা।’এ রকম কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।

গানটি প্রসঙ্গে মমতাজ বলেন, ‘বাংলাদেশের বুকে মেট্রোরেল চলবে-এটি ভেবে আনন্দ লাগছে। নতুন এক অধ্যায়ে আমরা পা রাখছি। মেট্রোরেল নিয়ে থিম সং গাওয়ার মাধ্যমে ইতিহাসের অংশ হতে যাচ্ছি। গানের কথা অসাধারণ। গানে গানে মেট্রোরেল ও উন্নয়নের জয়গান গেয়েছি। আশা করছি,এটি শ্রোতারা উপভোগ করবেন।’

জানা গেছে, গানটি এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কারিগরি সহযোগিতায় এটি নির্মিত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*