Breaking News

স্ত্রীর ইচ্ছাপূরণে যা ভাবছেন ক্রিকেটার নাসির

ক্রিকেটার নাসির হোসেন বাংলাদেশের জার্সিতে সবশেষ মাঠে নেমেছেন ২০১৮ সালের শুরুর দিকে। এরপর তিন বছর কেটে গেলেও জাতীয় দলে ফিরতে পারেননি তিনি। চলতি বছরের শুরুর দিকের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে ফিটনেস টেস্ট দিয়ে পাশ করতে পারেননি, ছিলেন না তার আগে বিসিবি প্রেসিডেন্টস কাপেও। দুবাইয়ে টি-টেন লিগ খেলে এসে বিয়ের পিঁড়িতে বসেন তিনি।

সাম্প্রতিক সময়ে কয়েকবার আলোচনায় এসেছেন ক্রিকেটার নাসির হোসেন, বেশির ভাগই মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্য। কয়েক মাস আগে বিয়ে করে ফের আলোচনায় আসেন তিনি। নানা বিতর্ক পেরিয়ে স্ত্রী তামিমা তাম্মির সঙ্গে ঘর বেঁধেছেন এক সময়ের তারকা এই অলরাউন্ডার। বিয়ের পর তার স্ত্রী তামিমা বলেছিলেন জাতীয় দলে নাসিরকে দেখতে চান তিনি।

এই ইচ্ছেপূরণে কী ভাবছেন নাসির? বুধবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করতে এসেছিলেন তিনি। এরপরই জাতীয় দলে ফেরার ব্যাপারে সাংবাদিকদের নিজের ভাবনা জানিয়েছেন নাসির। তিনি বলেছেন, ‘অবশ্যই আমি চেষ্টা করব স্ত্রীর ইচ্ছা পূরণ করার। যতদিন ক্রিকেট খেলব আমি চেষ্টা করব জাতীয় দলে যেন ফিরতে পারি। আমার মনে হয়, এটাই সব খেলোয়াড়ের স্বপ্ন। আমারও স্বপ্ন আবার যেন জাতীয় দলে কামব্যাক করতে পারি।’ফেরার জন্য কী করছেন জানতে চাইলে নাসির বলেন, ‘ফেরার জন্য আসলে অবশ্যই অনুশীলনের কোনো বিকল্প নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে ফিটনেসের ওপর বেশি কাজ করছি।

যেহেতু করোনার জন্য আমরা (অনুশীলনের জন্য) উইকেট ওভাবে পাচ্ছি না। আমার বিশ্বাস, আমরা এখন উইকেট পাব। তো অবশ্যই ব্যাটিং-বোলিং দুইটাই হবে।’ ঘরোয়া লিগে নিজের লক্ষ্যের ব্যাপারে এই অলরাউন্ডার বলেছেন, ‘ঘরোয়া লিগে আমি সবসময়ই চেষ্টা করি টপ রান গেটার হব। এটাই সবসময় চেষ্টা করি। এবারও যখন (জাতীয় লিগ) শুরু হবে, এটাই আমার লক্ষ্য থাকবে যেন আমি টপ রান গেটার হতে পারি।’

Check Also

এম্বুলেন্সেই নিভে গেল মেধাবী ছাত্রী রোদেলার জীবন প্রদীপ

ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার আগেই নিভে গেল মানিকগঞ্জ এস কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *